ইদানীং মেজাজ বিগড়াচ্ছে খুব
অযথা তর্ক, গালাগালি অথবা বিতর্ক সভার আয়োজন,
বিদ্রূপের ঝাঁঝালো হাসি-
হিতাহিত জ্ঞানশুন্য মন্তব্য আর ভালো লাগেনা
মশা তাড়ানোর তো কৌশল আছে, তর্কের কৌশল নাই ?
টেবিল চাপড়ানো চিৎকার আর ভালো লাগেনা,
কিছু নীরবতা, কিছু নির্জনতা ছাড়া আর কী-বা চাইতে পারি ?
তুষারপাতের মতো মনের ভেতরে হীম শীতল আবহ
রাত্তির জুড়ে ঘুম নাই চোখে-
ফুটপাতে দাড়িয়ে ঝাল-মুড়ি আর ভাল লাগেনা,
কবিতার খাতায় শূন্যতা,
কলমগুলোতেও কালি নেই-
বাঁশঝাড়ের কোনে জমানো বাঁশপাতার ছাই
মাড়ানো সন্ধ্যার নিভুনিভু পিদিম-
ঠিক যেন আমার কবি সত্ত্বা ...
Friday, April 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment